অভয়নগর প্রতিনিধি:
অভয়নগরের দিয়াপাড়া গ্রামে ক্রয়কৃত জমি থেকে জোর পূর্বক গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ২০ জানুয়ারী উপজেলার উত্তর দিয়াপাড়া গ্রামের ১নং ওয়ার্ডে মহব্বত আলী খানের স্ত্রী রোজিনা বেগম(৩৮) একই এলাকার বরকত আলী খানের পুত্র মোঃ কামাল হোসেনের নিকট থেকে ৮ শতাংশ জমি বায়না রেজিস্ট্রি করেন। এ ঘটনার পরে ২২ জানুয়ারি শুক্রবার সকাল ৮.০০ টায় এলাকার মৃত আব্দুল বারিক মোল্যার পুত্র মিজানুর রহমান মোল্যা(৪৮) ও মফিজ মোল্যা(৪০) গং জোর পূর্বক রোজিনা বেগমের জায়গা থেকে তিনটি মেহগণি গাছ কেটে নিয়ে যায়। রোজিনা বেগম ও তার স্বামী গাছ কাটতে বাধা প্রদান করতে গেলে উল্লেখিত ব্যক্তিরা নিজেদের জমির মালিক দাবী করে হুমকী প্রদান করে। এ বিষয়ে বিক্রেতা কামাল হোসেন বলেন, আমি জমি রোজিনাকে বায়না রেজিস্ট্রি করে দিয়েছি, তাই সে এখন জমির মালিক।
জমির মালিকানা বিষয়ে মিজানুর রহমান মোল্যা বলেন, চার বছর ধরে আমার নিকট থেকে কামাল হোসেন জমি লিখে দেবে বলে ৯৫০০০ টাকা গ্রহন করেছে, কিন্তু অদ্যবধি লিখে দেয়নি। স্থানীয় মেম্বর বিপু বলেন, গাছ কাটার বিষয়টি আমি শুনেছি, তবে আমার জানামতে মিজানুরের সাথে কামাল হোসেনের একটি আর্থিক লেনদেন রয়েছে। জোর পূর্বক গাছ কাটার বিষয়ে পাথালিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই হালিম বলেন, রোজিনা বেগম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন, তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
CBALO/আপন ইসলাম