মাসুদ রানা আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
এনএপিটি-২, মৎস্য অধিদপ্তর এর আওতায় এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড-৩(এআইএফ-৩) এর অনুদান প্রাপ্ত উপ-প্রকল্প এবং ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (ফ্রজ /প্রজেক্ট (এনএপিটি-২)মৎস্য অধিদপ্তর আটঘরিয়ার বাস্তবায়নে গতকাল বৃহষ্পতিবার সকালে মাছের ভাসমান খাদ্য তৈরির মেশিন মেসার্স আহাদ এ্যান্ড আবির ব্্রাদার্স-এ বিতরণ করা হয়েছে।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুনের সভাপতিত্বে এসময় বিতরনকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আয়নাল হক (অ.দা), উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা শম্পা সাহ,া ক্ষেত্র সহকারি বিন্দাবন সরকার, নুরে আলম কাদেরী প্রমূখ।
CBALO/আপন ইসলাম