শুক্রবার , ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইয়াবাসহ ৫৩৫ কোটি টাকার বিপুল মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ জানুয়ারি, ২০২১

জিয়াউল হক জিয়া, চট্টগ্রাম ব্যুরোপ্রধান:

কক্সবাজার জেলা বিজিবির রিজিয়ন সদর দপ্তর মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান ও বিজিবি অতিরিক্ত মহাপরিচালক খায়রুল কবির প্রমুখ। অনুষ্ঠানে বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে বিজিবি। যার অংশ হিসেবে মাদক পাচার বন্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে ইতোমধ্যে। গত ৩ বছরে ১ লাখ ৭৭ কোটি ৭৫ হাজার ৬২৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

 

যার আনুমানিক মূল্য ৫৩৩ কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। এছাড়া ৫ হাজার ৭৯৯টি মদের বোতল, যার আনুমানিক মূল্য ৮৩ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা, বিয়ার ৩৩ হাজার ৫৫৫ ক্যান, যার আনুমানিক মূল্য ৮৩ লাখ ৮৮ হাজার ৭৫০ টাকা, বাংলা চোলাই মদ ১ হাজার ৭৩৬ লিটার, যার মূল্য ৫ লক্ষ ২০ হাজার ৮০০, গাঁজা ১৫ হাজার ৭৩২ কেজি, যার আনুমানিক মুল্য ৫৫ হাজার ৬২ টাকা, সিডিল ট্যাবলেট ১৮ হাজার ৫৫০ পাতা, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা ও জোলিয়াম ট্যাবলেট ৫ হাজার পাতা, যার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা। তাছাড়া রামু সেক্টরে গত ৩ বছরে মোট ৩ কোটি ১৬ লাখ ৭২ হাজার ৭৪৩ পিস ইয়াবা আটক হয়। যার আনুমানিক মূল্য ৯৪৮ কোটি ২৫ লাখ টাকারও বেশি। যার মধ্যে আটক কৃত ইয়াবার মালিকবিহীন ইয়াবা সমুহ ধংস করার জন্য পৃথকভাবে সংরক্ষণ করা হয়। অন্যান্য মাদকদ্রব্য গুলো হলো মদ ৫ হাজার ৭শ’ ৯৯ বোতল, বিয়ার ৩৩ হাজার ৫শ’ ৫৫ ক্যান, বাংলা চোলাই মদ ১৭ শ’ ৩৬ লিটার, গাঁজা ১৫ হাজার ৭শ’ ৩২ কেজি, সিডিল ট্যাবলেট ১৮ হাজার ৭শ’ ৫০ পাতা ও জেলিয়াম ট্যাবলেট ৫ হাজার পাতা। বিপুল পরিমাণ এসব মাদক ধ্বংস করা হয়।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।