নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে বাড়ির কর্তাকে কুপিয়ে নগদ টাকা সহ স্বর্ণঅলঙ্কার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার খারুয়া ইউনিয়নের কিসমত বনগ্রাম গ্রামে গতরাত তিনটার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বাড়ির কর্তা মৃত আঃ মজিতের পুত্র মোঃ নজরুল ইসলাম গুরুতর আহত হয়। তাকে সুচিকিৎসার জন্য কিশোরগন্জ ২৫০ শয্যা বিশিষ্ট সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা,রোগী এখন মৃত্যুর সংগে পান্জালরছে। এছাড়াও এই ঘটনায় নজরুলের চাচাতো ভাই আলী নেওয়াজের পুত্র রিটন মিয়া আহত হয়েছে।
এ বিষয়ে আহতের শ্যালক সজল মিয়া জানান, আমার ভগ্নীপতির বাড়ির প্রতিবেশী মৃত মন্নাছের পুত্র সাইদুল ইসলাম, খায়রুল ইসলাম,সিরাজ মিয়ার পুত্র আল -আমিন,রুহুল আমিনের পুএ সাদেক, জালাল উদ্দিনের পুত্র মোঃ তোতা মিয়া সহ আরও ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ ভাবে রাত তিনটার দিকে আমার বোন জামাইয়ের ঘরে উঠে নগদ টাকাসহ স্বর্ণ অলঙ্কার নিয়ে যাচ্ছিল।
এক পর্যায়ে নজরুল ইসলাম বাঁধা দিলে তাকে রামদা দিয়ে কুপিয়ে, কুপিয়ে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি তদন্ত আবুল হাসেম জানান, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
CBALO/আপন ইসলাম