রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঘুষের টাকা না দেওয়ায় ঠিকাদারদের লাঞ্ছিত করার ঘটনায় মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ জানুয়ারি, ২০২১

মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:

অভয়নগর উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম গোলদার ও সার্ভেয়ার গৌতমকে ঘুষ না দেওয়ায় উপজেলা অফিস অভ্যন্তরে ঠিকাদারকে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে উপযুক্ত শাস্তির দাবীতে উপজেলার সর্বস্তরের ঠিকাদারবৃন্দ মঙ্গলবার সকাল ১১.০০টায় নওয়াপাড়া শংকরপাশা সরকারী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি এমদাদুল হক ইমু, আব্দুল্লাহেল বাকী, ফারুক হোসেন, আসলাম হোসেন, আনোয়ার হোসেন, আজিমুদ্দিন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আমরা বাড়ির গহনা বন্ধক রেখে, অর্থ ঋণ নিয়ে সরকারী কাজগুলি সম্পন্ন করি।

 

কিন্তু প্রকৌশলী কামরুল ইসলাম ও সার্ভেয়ার গৌতমকে ঘুষের টাকা না দিলে আমাদের কাজের বকেয়া টাকা পরিশোধ না করে সরকারী কোষাগারে ফেরত দেওয়ার হমকি দেওয়ার হুমকি দিয়ে আমাদের হয়রানি করছে। এ সময় তারা ঠিকাদারকে লাঞ্ছিত করার ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে আগামী ৩০ জুন পর্যন্ত আল্টিমেটাম দেন। এ বিষয়ে জানতে প্রকৌশলী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, লাঞ্ছিত করার ঘটনাটি সঠিক নয়। মুঠোফোনে এ বিষয়ে যশোর জেলার দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ প্রকৌশলী’র কাছে জানতে চাইলে, তিনি বলেন, এ বিষয়টা আমার জানা নেই।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।