মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

টাঙ্গাইলের ভূঞাপুরে বাজার সমিতির উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ত্রাণ বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৪ মে, ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ণ

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) বিশেষ প্রতিনিধি: 

করোনা ভাইরাসে বাজার লকডাউন থাকায় কর্মহীন হয়ে পড়া ১৪০ টি ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ত্রাণ বিতরণ করে ভূঞাপুর বাজার বণিক সমিতি।

৪ এপ্রিল (সোমবার) সকালে উপজেলার ভূঞাপুর বাজার বণিক সমিতির উদ্যোগে সমিতির সদস্যদের যৌথ অর্থায়নে ১৪০ টি ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাসে গত ২৬ মার্চ (বৃহস্পতিবার) হতে চলমান লকডাউনে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মাঝখানে প্রশাসনের সহযোগিতায় দিনে কিছু সময়ের জন্য চালু থাকলেও সেটি ব্যবসার জন্য হুমকিস্বরূপ। এতে বাজারে অন্যান্য ব্যবসায়ীরা স্বাভাবিক জীবন-যাপন করতে পারলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন বিপন্ন। দীর্ঘদিন দোকান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা এখন অনাহারে-অর্ধাহারে জীবন কাটাচ্ছে। এমন পরিস্থিতি দেখে বাজার বণিক সমিতির ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ৭ দিনের খাদ্য বিতরণের উদ্যোগ নেয়।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির, থানা অফিসার ইনচার্জ মো: রাশিদুল ইসলাম, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ আব্দুল হামিদ খান ভোলা, সভাপতি বাজার সমিতি নুরুজ্জামান চকদার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মহী উদ্দিন সহ আরো দলীয় নেতৃবৃন্দ।

স্থানীয় সংসদ সদস্য ছোট মনির বলেন, দেশের এই ক্রান্তিকালে লকডাউনে বন্ধ থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে বাজার সমিতি যেভাবে দাঁড়িয়েছে তা দেখে আমি মুগ্ধ। আমরা সরকারিভাবে প্রতিটি ইউনিয়নে গ্রামে গ্রামে অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি। যতদিন এই ভাইরাস দেশে বিরাজ করবে আমাদের এই ত্রাণ কার্যক্রম ততদিন মানুষের দ্বারে পৌছে দেবো ইনশাল্লাহ।

বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল ত্রাণ বিতরণ সম্পর্কে বলেন, লকডাউনে দোকান বন্ধ থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে চাল, ডাল, আলু, মিষ্টি কুমড়া, সাবান ইত্যাদি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমার ব্যক্তিগত অর্থায়নে বাজারের সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com