শনিবার , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়া থানা পুলিশের মোটরসাইকেলের সাঁড়াশি অভিযান অব্যাহত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১

মোঃআব্দুল আজিজ ভাংগুড়া, প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় মটরসাইকেল আরোহিদের হেলমেট ব্যবহার, ড্রাইভিং লাইসেন্স এবং বৈধ কাগজপত্র নিশ্চিত করতে ভাঙ্গুড়া থানা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে । আজ সোমবার (১৮ জানুয়ারী) পৌর সদরের বিভিন্ন স্থানে এই অভিযান অব্যাহত রেখেছে ভাঙ্গুড়া থানা পুলিশ । অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানা পুলিশ। জানা গেছে, গত ১লা জানুয়ারি পাবনা জেলায় নতুন পুলিশ সুপার মহিবুল ইসলাম বিপিএম যোগদানের পরদিন থেকে মোটরসাইকেলে হেলমেট ব্যবহার, ড্রাইভিং ও গাড়ির বৈধ কাগজপত্র নিশ্চিতের জন্য অভিযান পরিচালনার নির্দেশ দেন। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে গত বুধবার (৬ জানুয়ারী )হতে এ অভিযান শুরু হয়েছে।

 

সোমবার সন্ধ্যায় ভাঙ্গুড়া পৌর সদরের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করে মটর সাইকেল আরোহিদের হেলমেট পরিধান , গাড়িতে বৈধ্য কাগজ পত্র রাখাতে নির্দেশ দিয়েছেন। এর পর থেকে হেলমেট ব্যবহার অমান্যকারীদের জরিমানার পরিমাণ দ্বিগুণ আদায়ের জন্য পুলিশ সুপার নির্দেশ দিয়েছেন। একজনকে জরিমানা ও করেন। ভাঙ্গুড়া থানার এস আই নাজমুল জানান, পুলিশ সুপার স্যারের নির্দেশে মটর সাইকেল আরোহিদের হেলমেট, বৈধ্য কাগজ পত্র নিশ্চিতকরণের লক্ষ্যে এ অভিযান চলমান থাকবে।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।