দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
“আট পেরিয়ে নয়ে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে এশিয়ান টিভি’র অষ্টম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।সোমবার (১৮ জানুয়ারী) দুপুরে এশিয়ান টিভি’র অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। এসময় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, সদর থানার পুলিশ পরির্দশক (ওসি তদন্ত) এ কে এম আতিকুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি শারমিন হাসান সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, সংবিধানে সংবাদ প্রকাশের স্বাধীনতা নিশ্চয়তা প্রদান করা হয়েছে। মৌলিক অধিকার হচ্ছে সংবিধানের এমন একটি অংশ যেটি নিশ্চিত করার জন্য সরকার বা রাষ্ট্র বাধ্য এবং সেটি যদি তারা না করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে রাষ্ট্রকে বাধ্য করার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাক-স্বাধীনতা ও সংবাদ পত্রের স্বাধীনতাকে মানতেন ও শ্রদ্ধা করতেন এবং এজন্য তিনি সংবিধানে এ বিষয়টিকে অর্ন্তভূক্ত করেছিলেন। এছাড়াও এসময় উপস্থিত ব্যক্তিবর্গ এশিয়ান টিভি’র ও জেলা প্রতিনিধি শারমিন হাসানের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।
CBALO/আপন ইসলাম