শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নান্দাইলে”সমন্বিত বালাই ব্যবস্হাপনা (আইপিএম) এর মাধ্যমে গুনগতমানসম্পন্ন ও নিরাপদ শিম উৎপাদন”শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১

নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধিঃ

কৃষি গবেষণা ফাউন্ডেশন,বিএআরসি, খামারগাঁও,ঢাকা এর অর্থায়নে উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র ও সরেজমিন গবেষণা বিভাগ (বিএআরআই) কর্তৃক আয়োজিত”সমন্বিত বালাই ব্যবস্হাপনা (আইপিএম) এর মাধ্যমে গুনগতমানসম্পন্ন ও নিরাপদ শিম উৎপাদন” শীর্ষক ময়মনসিংহের নান্দাইলে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৭ জানুয়ারি দুপুরে চরকোমরভাঙ্গা গ্রামে প্রধান বৈঞ্জানিক কর্মকর্তা,সরেজমিন গবেষণা বিভাগ,বারি, ময়মনসিংহ ড. মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে এবং প্রকল্পের কো-ইনভেস্টিগেটর,উর্ধতন বৈঞ্জানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, বারি, ময়মনসিংহ, গাজিপুর নার্গিস সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর ময়মনসিংহের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আজিজুল হক। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্হিত ছিলেন প্রকল্প সমন্বয়ক ও প্রধান বৈঞ্জানিক কর্মকর্তা উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র,বারি,গাজিপুর ড. মো.শাহাদাৎ হোসেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন,শিম বাংলাদেশের জনপ্রিয় প্রোটিন সমৃদ্ধ একটি সবজি। কিন্তু পোক-মাকড় রোগবালাই এর আক্রমনে প্রায় ২০-৪১ শতাংশ ফলন কমে যায়।বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান পোকা-মাকড় এর আক্রমন থেকে শিম ফসলকে রক্ষা করার জন্য ফেরোমন ফাঁদ,হলুদ আঠালো ফাঁদ,হাত বাছাই,বোটানিক্যালস অথবা উপকারী জীবানুর সমন্বয়ে জৈব বালাইনাশক ভিত্তিক আইপিএম প্রযুক্তি উদ্ভাবন করেছেন যার মাধ্যমে সাফল্যজনকভাবে পোকা-মাকড় ও রোগবালাই দমন করা যায়। মাঠ দিবস অনুষ্ঠানে বিঞ্জানীরা উপস্হিত কৃষকদের সরেজমিন গবেষণা ফলাফল দেখিয়ে আইপিএম পদ্ধতিতে শিম চাষে উৎসাহিত করার জন্য এর উপকারী দিকগুলো ব্যাখ্যা করেন আইপিএম পদ্ধতিতে শিমের পোকা-মাকড় ও রোগবালাই দমন পদ্বতি ডদেখে কৃষকরা খুব উৎসাহিত হন এবং তাদের মাঠে এ প্রযুক্তি গ্রহনের আগ্রহ প্রকাশ করেন। উক্ত মাঠ দিবসে ৬০ জন কৃষাণ ও কৃষাণি অংশগ্রহণ করেন।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।