মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত তিনটি ওয়ার্ডের কাউন্সিলর পদে নতুন মুখ ৩ জন নির্বাচিত হয়েছেন। সাধারন ৯ টি ওয়ার্ডের মধ্যে কাউন্সিলর পদে ৫ জন নতুন মুখ ও ৪ জন আবারো নির্বাচিত হয়েছেন। সাধারণ ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে সবচেয়ে কম ৫৮ ভোটের ব্যবধানে শহিদুল ইসলাম পুনরায় নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ১শ ৪০ ভোটের ব্যবধানে মাহফুজা রানী মায়া নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২হাজার ৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সুরাইয়া লাকী সিকদার পেয়েছেন ১ হাজার ৯শ ৪৮ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সংখ্যা ছিল ৫ জন। সংরক্ষিত ২ নং ওয়ার্ডে ৩শ ২১ ভোটের ব্যবধানে নাসরিন খাতুন নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ হাজার ৮শ ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শ্যামলী রানী গুপ্তা পেয়েছেন ২ হাজার ৪ শ ৮১ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সংখ্যা ৫ জন। সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে ২শ ৬৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন আজিরন নেছা। তিনি পেয়েছেন ২ হাজার ২শ ৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছাবিনা খাতুন পেয়েছেন ১ হাজার ৯ শ ৭৫ ভোট।
সাধারন ১ নং ওয়ার্ডে ৩শ ৪৭ ভোট বেশি পেয়ে কাউন্সিলর পদে নির্বাচিত গোলাম আউলিয়া। তিনি পেয়েছেন ৮শ ৬৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি জাকির হোসেন পেয়েছেন ৫শ ২০ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সংখ্যা ৭ জন। সাধারন ২ নং ওয়ার্ডে ৫৮ ভোট বেশি পেয়ে শহিদুল ইসলাম পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭শ ৫১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি শফিকুল ইসলাম পেয়েছেন ৬শ ৯৩ ভোট।
প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সংখ্যা ৩ জন। সাধারণ ৩ নং ওয়ার্ডে ১ হাজার ৩শ ৭৬ ভোট বেশি পেয়ে পুনরায় নজরুল ইসলাম লেবু নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ হাজার ৯শ ৫০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বিআসাদুল হক পেয়েছেন ৫শ ৭৪ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সংখ্যা ৪ জন। সাধারন ৪ নং ওয়ার্ডে ৭শ ৯৪ ভোট বেশি পেয়ে রেজাউল করিম কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি ১ হাজার ৬শ ৩৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আহসান আলী সরকার ৮শ ৪২ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৪ জন। সাধারণ ৫ নং ওয়ার্ডে ৯শ ৫৭ ভোট বেশি পেয়ে এস এম আমিরুল ইসলাম আরজু পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ হাজার ৬শ ২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিধান কুমার সাহা পেয়েছেন ৬শ ৬৯ ভোট। সাধারণ ৬ নং ওয়ার্ডে ৭শ ২৭ ভোট বেশি পেয়ে আজিজুল ইসলাম শাহ আলম নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ হাজার ৫শ ৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মনোয়ার হোসেন পেয়েছেন ৭শ ৮২ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সংখ্যা ৪ জন। সাধারণ ৭ নং ওয়ার্ডে ১শ ৫৬ ভোট বেশি পেয়ে আজাদ হোসেন পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ হাজার ৮শ ১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জহুরুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৬শ ৫৯ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সংখ্যা ৫ জন। সাধারণ ৮ নং ওয়ার্ডে ৭শ ১০ ভোট বেশি পেয়ে সোহেল রানা নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ হাজার ৩শ ২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলাউদ্দিন তালুকদার পেয়েছেন ৬শ ১০ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সংখ্যা ৫ জন। সাধারণ ৯ নং ওয়ার্ডে ৪শ ৩১ ভোট বেশি পেয়ে রফিকুল ইসলাম কামরুল নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ হাজার ৩শ ১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ময়নুল হক পেয়েছেন ৮শ ৮২ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সংখ্যা ৪ জন।
CBALO/আপন ইসলাম