রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে সাবেক এমপি স্বপনের বাড়িতে হামলা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বিএনপি’র সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন ¯^পনের নগরীর ভাটিখানার বাড়িতে রবিবার দুপুরে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা বেশকিছু চেয়াল ভাংচুর করেছে। হামলায় বিএনপির ১৫জন নেতাকর্মী আহত হয়েছেন।জেলা উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু জানান, আসন্ন গৌরনদী পৌরসভার নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করছিলেন সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন। এসময় সেখানে গৌরনদী পৌরসভার বিএনপি দলীয় মনোনীত মেয়র প্রার্থী শরীফ জহীর সাজ্জাত হান্নান, জেলা উত্তর মহিলা দলের সভাপতি তাসলিমা বেগমসহ নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন। সভা চলাকালীন সাবেক সাংসদের সরিকল ভবনের বাড়িতে অতর্কিতভাবে সরকার দলীয় নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় ছাত্রদল নেতা হাফিজুর রহমান, রাসেল খন্দকার, রোকনুুজ্জামান, রাজিব খানসহ কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা দ্রুত সটকে পরে। হামলার পরপরই সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের বলেন, আমি আমার গৌরনদী উপজেলার নেতাকর্মীদের সাথে নগরীর ভাটিখানার বাড়িতে মতবিনিময় সভা করছিলাম। ঠিক তখনই আমার বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়।

সাবেক সাংসদ আরও বলেন, আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের কতিপয় নেতার অত্যাচারে নিজ গ্রামে মায়ের কবর জিয়ারত করতে পর্যন্ত যেতে পারছিনা। এলাকায় গেলে বার বার হামলার শিকার হতে হচ্ছে। ফলে এলাকায় না গিয়ে বরিশাল নগরীর নিজ বাসায় বসে নির্বাচন পরিচালনা কমিটি ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করার সময় হামলা ও ভাংচুর চালিয়ে সেই অধিকারটুকুও কেড়ে নেয়া হয়েছে। তিনি বলেন, বরিশালের বাসায় এসে যদি হামলার শিকার হতে হয়, তাহলে গৌরনদীতে যাওয়া এবং সেখানকার পৌর নির্বাচন কি ধরনের স্বচ্ছ হতে পারে, তা হামলার মাধ্যমে পুরোপুরি তারা প্রকাশ করে দিয়েছে।

কাউনিয়া থানার ওসি (তদন্ত) মো. সগির হোসেন বলেন, হামলার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। ওসি আরও জানান, হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাটকীয় এ হামলার সাথে সরকার দলীয় নেতাকর্মীদের কোন যোগসাজস নেই দাবি করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, বিএনপির অ্ভ্যন্তরীণ কোন্দলের কারণে তাদের নিজেদের মধ্যে কোন ঘটনা ঘটে থাকতে পারে। যার দায়ভার এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চাঁপিয়ে দেয়ার অপচেষ্টা করা হচ্ছে।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।