বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাটমোাহরে সরকারি জায়গা দখলের মহোৎসব,প্রশাসন নীরব

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ মে, ২০২০

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি জায়গা দখলের মহোৎসব চলছে। প্রভাবশালী ব্যক্তিরা উচ্ছেমতো সরকারি জায়গা দখল করে ঘর-বাড়ি,দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। প্রশাসনের নাকের ডগায় এই দখলবাজি চললেও কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। সরেজমিন পরিদর্শন করে জানা গেছে,উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারের পাশে রাস্তা সংলগ্ন সরকারি জায়গা রাতারাতি দখল হয়ে যাচ্ছে।

উপজেলার মথুরাপুর ইউনিয়নে তেনাপীর তলা এলাকায় সরকারি জায়গা দখল করে ৫/৭টি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এছাড়া জেলা পরিষদের গাছসহ জায়গা দখল করে এক ব্যক্তি কাটা তার দিয়ে ঘিরে দখলে রেখেছে। চাটমোহর-পাবনা সড়কের এই জায়গায় প্রকাশ্যে দখলদাররা অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছে। কোন কিছুর তোয়াক্কাই করছেন না। অথচ এ ব্যাপারে প্রশাসনের কোন প্রকার মাথাব্যাথা নেই।

এদিকে উপজেলার রেলবাজার,মুলগ্রাম বাজার,কুয়াবাসী,হিরিন্দি.বনগ্রাম.পার্শডাঙ্গা,মহেলা,হান্ডিয়াল,ছাইকোলা,বামনগ্রাম,হরিপুরসহ বিভিন্ন এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট,ঘর-বাড়ি। ফলে সাধারণ মানুষ,যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ভুক্তভোগীরা এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য পাবনা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।