কতক্ষণ থাকা যায়
নোটবুক ধরে!
চেতনাবিহীন নেটজালে
যোগাযোগ করে।
এই আছি এই নেই
দিন আসে যায়,
কতটা একলা হলে
সাথী খোঁজা যায়।
কতটা নিঠুর হলে নেটযোগ
নিমেষেতেই ভুলে,
সান্নিধ্য বিহীনভাবে কখনো
রুমেরই এককোণে।
একাকী জীবন কাটে
নিত্যনতুন সঙ্গীতে,
হামেশা তাই নিজেকে
বড়ো একা একা লাগে।
নির্নিমেষ চেয়ে থাকা
ব্যালকনিধারের চেয়ারে,
রোদ-জল,মেঘ-ছায়ার আবর্তন
সবি চোখে পড়ে।
তবু জানা আছে সার কথা
সবাই পায় না দেখা,
শুধু কপালেতে থাকলেই
চোখে মেলে রংধনুর দেখা।
************************
মোছাঃ মোনাজাত ইসলাম, মীদনাপুর, ভারত।
CBALO/আপন ইসলাম