জিয়াউল হক জিয়া,চট্টগ্রাম ব্যুরো প্রধান:
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ৯ নাম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা প্রদান ও খাদ্য সামগ্রী বিতরণ করেন “ভারুয়াখালী ফ্রেন্ডশিপ এসোসিয়েশন। বিগত ৬ই জানুয়ারি ভারুয়াখালীর আশ্রয়ন প্রকল্পের যে ১০টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঐ ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে এগিয়ে গিয়েছে নবগঠিত এই মানবিক সংগঠন। ১৬ জানুয়ারি সন্ধ্যা ৪টা সময় ব্যক্তিবর্গ ত্রাণ সামগ্রী এগিয়ে যাই এবং ক্ষতিগ্রস্তদের হাতে হাতে তুলে দেয়া হয়। ত্রাণ বিতরণ কালে “ভারুয়াখালী ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের” পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আমির হোসেন, সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল, অর্থ সম্পাদক জয়নুল আবেদিন, প্রচার সম্পাদক সুজাউদ্দিন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উক্ত সংগঠন কে উদ্যোগী ও সম্মানিত করার লক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য ফজলুল হক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি মতবিনিময় করেন মতবিনিময়কালে তারা বলেন, এরকম উন্নয়নমূলক ও মানবিক সহযোগী সংগঠন এলাকায় আরো গড়ে তুলা প্রয়োজন । দুর্দিনে বিপদের জনগণের পাশে থাকলে এদেশে মানুষ কষ্টে থাকবে না। এবং অতিথি মহোদয় তাদেরকে উৎসাহ প্রদান করে সুস্বাগত জানাই।
সর্বশেষ মতবিনিময় করেন ভারুয়াখালী ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, তিনি বলেন প্রয়োজনে আমরা ভারুয়াখালীর যেসব মানবিক, সামাজিক উন্নয়নের বা সহযোগিতার প্রয়োজন হবে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা রেখে ক্ষতিগ্রস্তদের সান্তনা দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।
CBALO/আপন ইসলাম