রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ 

টাঙ্গাইলের সখীপুরে পৌরসভা নির্বাচনে আচারণবিধি লঙ্ঘনের অপরাধে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আর্জিনাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজকে বুধবার (১৩ জানুয়ারি) সকালে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী এ আদালত পরিচালনা করেছেন। দণ্ডপ্রাপ্ত কাউন্সিলর আর্জিনা আক্তার সখীপুর পৌরসভার  ৭, ৮ ও ৯ নং ওর্য়াড়ের মহিলা কাউন্সিলর প্রার্থী।

আদালত সূত্রে জানা যায় যে, “সখীপুর পৌরসভার ৭, ৮ ও ৯ ওয়ার্ড-এর জবা ফুল প্রতীকের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আর্জিনা নিয়মবহির্ভূত মোটরসাইকেল শোভাযাত্রা বের করেছিলেন। এরপরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার চিত্রা শিকারী জানান, “স্থানীয় সরকার ও পৌর আইন ৯-এর ৩১ ধারায় কাউন্সিল প্রার্থী আর্জিনাকে জরিমানা করা হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।”

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।