রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অতুল চন্দ্র মালাকারের স্মরণে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন।
খেলায় নির্ধারিত ১৫ওভারের টসে জিতে পাকুরিতা ব্যঞ্জনবর্ণ ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। জবাবে সুজনকাঠি একাদশ ১৫ ওভারে সব উইকেট হারিয় ১১০রান সংগ্রহ করে।
খেলা শেষে বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শি¶ক পুলিন বিহারী জয়ধরের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সাপ দলের মধ্যে পুরস্কার বিতরন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নিরঞ্জন বৈরাগী, আওয়ামী লীগ নেতা ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান শাহাজাদা প্রমুখ।
CBALO/আপন ইসলাম