রবিবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিংড়ায় পলক-শফিক বিরোধ অবসান,ঐক্যবদ্ধ আ.লীগ নৌকার পক্ষে এখন মাঠে

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

আসন্ন ৩০ জানুয়ারী নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে অবশেষে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক এমপি ও পৌর আ.লীগের সভাপতি,উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক সমর্থকদের র্দীঘ দিনের রাজনৈতিক দ্বন্দের অবসান ঘটলো।

 

স্বস্তি ফিরে আসলো উপজেলা ও পৌর আ.লীগ পরিবারের। পরিসমাপ্তি হলো সকল জল্পনা কল্পনার। নৌকা বিজয়ের লক্ষে এখন মাঠে নেমে ভোট চাইছেন ঐক্যবদ্ধ আ.লীগ। মাঠে নেমেছেন মনোনয়ন বঞ্চিত সেই ৭ জন প্রার্থী। মেয়র প্রার্থী ফেরদৌসের নৌকা ধীরে ধীরে গণজোয়ারে রুপ নিচ্ছে। মঙ্গলবার রাত ৮টায় উপজেলা আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌস অতিতের সকল ভুলের জন্য ক্ষমা চান। উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। উপজেলা আ.লীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিতে এসময় বক্তব্য দেন উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যডভোকেট জিল্লুর রহমান,মনোনয়ন বঞ্চিত সেই ৭ প্রার্থীর পক্ষে বক্তব্য দেন অধ্যাপক গোলাম মহিউদ্দিন টিপু,অধ্যক্ষ আবুবক্কর সিদ্দিক রকি,ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান। পরে উভয় পক্ষের দ্বিধাদ্বন্দের অবসান ঘটলে ঐক্যবদ্ধ আ.লীগ একযোগে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকার পক্ষে কাজ করার প্রতিশুতি দেন। বুধবার সকাল ১১টায় ৪ নং ওর্য়াড থেকে ভোট চাওয়া শুরু করেন এই ঐক্যবদ্ধ আ.লীগ।

 

স্থানীয় সুত্রে জানাযায়,গত উপজেলা নির্বাচনে পৌর আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মত নৌকার মনোনয়ন পান। পুর্বের রাজনৈতিক ইস্যুর জের ধরে বর্তমান মেয়র প্রার্থী ফেরদৌস সহ দলের একটি বড় অংশ তাঁর বিপক্ষে অবস্থান নেন। দলের বড় অংশের বাঁধা বিপত্তির পরও বিপুল ভোটে নৌকার পক্ষে বিজয়ী হয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন শফিকুল ইসলাম শফিক। এখান থেকেই শুরু হয় দ্বন্দ্ব। সাধারণ মানুষের মুখে মুখে পলক গ্রুপ না শফিক গ্রুপ অবস্থান তৈরী হয়। সেই থেকে দুই গ্রুপেই আলাদা আলাদা ভাবে মিটিং মিছিল ও কেন্দ্রীয় কর্মসুচি পালন করতে দেখা গেছে। দুটি গ্রুপের কারনে একদিকে যেমন দলের ভাবমুর্তি নষ্ট হচ্ছিল অন্য দিকে তেমনি দলটির পরিবারে অশান্তিও বিরাজ করছিল। এই ঐক্যবদ্ধ আ.লীগ আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ফেরদৌসকে বিপুল ভোটে নৌকার পক্ষে বিজয়ী করে আবারও মেয়র নির্বাচন করবেন এমটাই প্রত্যাশা করছেন তৃণমুল আ.লীগের নেতৃবৃন্দ।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।