মো. স্বপন হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
গতকাল (মঙ্গলবার) ১২/০১/২০২১ইং কিশোরগঞ্জ সদরের গুরুদয়াল সরকারি কলেজ মুক্তমঞ্চে গুরুদয়াল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের প্লাস্টিক ব্যবহার কার্যক্রম পরিচালনা করেছে। এসময় তারা প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ, নেতৃত্ব পর্যায়, সমাজ সেবা, প্লাস্টিক পণ্য পুণঃব্যবহারে উৎসাহ প্রদান কার্যক্রম; নিজ পরিবার থেকে শুরু করে ইউনিট ও নিজ প্রতিষ্ঠানের সহপাঠীসহ সমাজের সাধারণ মানুষকে পুণঃব্যবহারে উৎসাহ প্রদান, প্ল্যাকার্ড, পোস্টারের মাধ্যমে সচেতন কার্যক্রম; কাগজ, পোস্টার কাগজ ও প্ল্যাকার্ড দিয়ে সচেতন করা, শ্লোগান প্রচার, “প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ।
”, প্রারম্ভিক পর্যায়ের কার্যক্রম, ধাপ: সমাজ সেবা ও সমাজ উন্নয়ন কার্যক্রম, প্রতিপাদ্য: “একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বর্জন করি, প্লাস্টিক পুণঃব্যবহারে সচেষ্ট হই।” কার্যক্রম পরিচালনা করে। এবিষয়ে গুরুদয়াল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আইটি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. ইমরান মিয়া জানায়, আমাদের কার্যক্রম হলো ২০টি পরিবারকে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ব্যবহার নিরুৎসাহিত করা এবং পাশাপাশি প্লাস্টিকের পুণঃব্যবহারের সম্পর্কে তথ্য বিনিময় করা।
CBALO/আপন ইসলাম