শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিংড়া পৌর নির্বাচনে উৎসব মুখর প্রচারণায় আ.লীগ,ধীরগতিতে বিএনপি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া আসন্ন ৩০ জানুয়ারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ.লীগের মনোনীত প্রার্থী আলহাজ জান্নাতুল ফেরদৌসের পক্ষে নৌকার ভোট চেয়ে উৎসব মুখর প্রচারণা শুরু করেছে উপজেলা ও পৌর আ.লীগ এবং সহযোগী সংঠনের নেতাকর্মী সহ সমর্থক বৃন্দ। দলটির নেতা কর্মী ও সমর্থকরা ইতোমধ্যে পৌর শহরের ১২টি ওর্য়াডে নির্বাচনী কমিটি গঠন ও অফিস উদ্বোধনের কাজ প্রায় সম্পন্ন করেছে।

 

পাড়া মহল্লায় উঠান বৈঠক সহ ঘরে ঘরে ভোট চাইছেন মেয়র প্রার্থী ফেরদৌস। নৌকার পক্ষে পোষ্টার,মাইকিং,ফেসবুকে ষ্ট্যাটাস,সমর্থকদের দৌড়-ঝাপ সবমিলে নির্বাচনী মাঠে উৎসব মুখর প্রচারণায় দখল করেছে আ.লীগ। নৌকার মনোনীত প্রার্থী সিংড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস । ২০১৬ সালের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে মেয়র নির্বাচিত হন। দ্বিতীয়বারের মত আ.লীগের মনোনয়ন পেয়ে আসন্ন নির্বাচনে আবারও নৌকার প্রার্থী হয়েছেন তিনি। অপরপক্ষে বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে প্রার্থী হয়েছেন সিংড়া পৌর বিএনপির সদস্য সচীব মোঃ তায়েজুল ইসলাম। তায়েজুল ইসলাম পৌরসভার ৪নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর।

 

এই প্রথমবারের মত মেয়র প্রার্থী তায়েজুলের ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণা চলছে খুবই ধীরগতি। এতে তৃণমুল বিএনপির অনেক নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি আ.লীগের নেতাকর্মীরা যে ভাবে মাঠে কাজ করছে সেই তুলনায সাংগঠনিক ভাবে বিএনপির নির্বাচনী র্কাযক্রম খুবই ধীরগতি। বিএনপির এমনটা গড়িমষি চলতে থাকলে আগামী নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিবেন আ.লীগ এমনটাই মনে করছেন সিংড়া পৌরসভার সাধারণ মানুষ। ১২টি ওর্য়াড নিয়ে সিংড়া পৌরসভা গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ২৬৭৫৭জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩১২৫ ও মহিলা ভোটার সংখ্যা ১৩৬৩২জন। পৌরসভায় মেয়র পদে আ.লীগ ও বিএনপির মনোনীত ২জন প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া পৌরসভার ১২টি ওর্য়াড থেকে পুরুষ কাউন্সিলর ৫৭জন এবং সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ২৩জন প্রার্থী অংশ নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।