রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরার কলারোয়ায় কৃষককে পিটিয়ে হত্যা ; আটক-৪, আহত-৬

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১

এম ইদ্রিস আলী, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে আমজাদ হোসেন (৬০) নামে এক কৃষককে মাঠের মধ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসময় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন-হাছিনা খাতুন(৫০), সোহেল (২৬), ফাতেমা খাতুন (২০), বিথি খাতুন (১৮), সালেহা খাতুন (৪৫) ও নুর জাহান (৪৫) সহ আমজাদ হোসেনের পুত্রবধূ ও দুই বছর বয়সী নাতি। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আনছার আলী, ফুলমতি, রিতা খাতুন ও ফাহি নামে ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের মাঠপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। নিহত আমজাদ হোসেন ওই গ্রামের মৃত. ওমর আলী গাজীর ছেলে।

 

 

আটককৃতরা হলেন, একই গ্রামের মৃত শাখাওয়াত হোসেনের ছেলে আনসার আলী, তার স্ত্রী ফুলমতি, তাদের ছোট ছেলে দেলওয়ারের (প্রবাসী) স্ত্রী রিক্তা ও সেজ ছেলে শাহ আলমের (প্রবাসী) স্ত্রী ফাহি। পারিবারিক সূত্র জানায়, আমজাদ হোসেনের সাথে ১০কাটা জমিজমা নিয়ে তার চাচাতো ভাই আনসার আলীর বিরোধ চলে আসছিল। ওই জমি নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। মঙ্গলবার সকালে আমজাদ হোসেন ওই জমির আইল ছাটার সময় আনসার আলী গিয়ে বাধা দেন। এসময় আমজাদ হোসেন ও আনসার আলীর পরিবারের সদস্যরা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আনসার আলী পাশে থাকা বাশ নিয়ে আমজাদ হোসেনের মাথায় আঘাত করেন। এতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই আমজাদ হোসেনের মৃত্যু হয়। এছাড়া ঠেকাতে গিয়ে আমজাদ হোসেনের পুত্রবধূ ও দুই বছর বয়সী নাতি আহত হন। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফজাল জানান, এ ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।