মোঃ আব্দুল আজিজ:
পাবনার ভাংগুড়ায় পার-ভাংগুড়া ইউনিয়নের ভেড়ামারার এম হোসেন আলী কির্ন্টারগার্ডেনে সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মধু বিভিন্ন গ্রামের তার অনুসারীদের নিয়ে একটি বনভোজনের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯ টার দিকে এই আয়োজন করা হয়।
বনভোজনে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন পাবনা-৩ এর সংসদ সদস্য ভাংগুড়া, চাটমোহর, ফরিদপুর এর গণমানুষের নেতা, ভূমি মন্ত্রনালয়ের স্হায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এম পির প্রতিনিধি হিসাবে তার সুযোগ্য পূত্র যুবনেতা মোঃ ইবনুল হাসান (শাকিল) উক্ত অনুষ্টানে বক্ততারা পার- ভাংগুড়া ইউনিয়নের কিছু সমস্যা কথা তুলে ধরেন এর মধ্যে প্রধান সমস্যা হলো গরু চুরি, এই গরু চুরি কি ভাবে ঠেকানো যায় সে নিয়ে অলোচনা করা হয়। জাহাঙ্গীর আলম মধু একজন সত্য পরায়ন মানুষ তিনি বিগত ইউপি চেয়ারম্যান হিসাবে তিন তিনবার দ্বায়িত্ব পালন করেছেন।
জনগণের চাপে গতকাল তার বনভোজন অনুষ্টানে পার- ভাংগুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আমি করবো বলে ঘোষনা দেন যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে প্রতিক দিয়ে পাঠায়, এটা হচ্ছে দলের প্রতি ভালবাসার বহিরপ্রকাশ। উক্ত অনুষ্টানে উপস্হিত ছিলেন ভাংগুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখী,যুবনেতা মোখলেছুর রহমান সাইদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরান হাসান আরিফ, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন খান,উপস্হিত ছিলেন সিনিয়র সাংবাদিক বৃন্দসহ আওয়ামীলিগ, যুবলিগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেত্রী বৃন্দ প্রমুখ।
CBALO/আপন ইসলাম