পাবনা প্রতিনিধি:
পাবনায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।সোমবার ভোর রাতে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার’র নেতৃত্বে পাবনা জেলার সদর থানাধীন লাইব্রেরী বাজার মোড়ের আটোয়া বয়েজ ক্লাবের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ও মো.আহাদ নামে দুইজনকে গ্রেফতার করে। এবং তাদের কাছে থেকে পাওয়া ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব জানায়, আটককৃত ব্যাক্তিরা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজেদের হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
CBALO/আপন ইসলাম