রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে জমিজমার বিরোধের জেরে প্রতিপক্ষকে বসতবাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ জানুয়ারি, ২০২১

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে জমিজমার বিরোধের জেরে জোরপূর্বক প্রতিপক্ষকে উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী জানান, “আমি মো: সোহেল সিকদার, পিতা: মো: মালেক সিকদার, ২৮৯/৬ বিকনা নতুন ষ্টেডিয়াম, ঝালকাঠি। দীর্ঘ দিন যাবত আমি পৈত্রিক ও ওয়ারিশ এবং ক্রয়সূত্রে জমির মালিক । ১নং ওয়ার্ড বিকনা, নতুন ষ্টেডিয়াম, ঝালকাঠি সদর, ঝালকাঠি যাহার হোল্ডিং নং ২৮৯/৬ বিল্ডিং প্লান অনুযায়ী কাজ করি। জমির মোট পরিমান ৫ শতাংশ, সরজমিনে পেয়েছি ৪.৬০ শতাংশ।

 

যাহার জেএল নং-১০৭ খতিয়ান নং- ১১৬৯, ১২৪০ এসএ দাগ নং – ৪৮০, ৪৮১, ৪৮৩ যাহার বিএস দাগ নং ৪৮০, ৪৭৭, ৪৭৮ বিবাদী (১) আনছার ফকির পিতামৃত: জবেদ ফকির, (২) মতিউর রহমান গনি শরীফ, সাং বিকনা, ঝালকাঠিদের ক্রয়কৃত সম্পত্তি যাহার কোন জমির রেকর্ড ও কাগজ পত্র ঠিক নাই। গতকাল (রবিবার) ও তার আগের দিন উক্ত বিবাদীরা জোরপূর্বক আমার জমি দখল করার চেষ্টা করে। বিবাদী ১) আনছার আলী ফকির (মুক্তিযোদ্ধা) ২) মতিউর রহমান গনি শরীফ ৩) রুবি বেগম, পিতা মতিউর রহমান গনি শরীফ ৪) জুয়েল ফকির , পিতা আনছার আলী ফকির ৫) তুহিন বেগম, পিতা: আনছার ফকির ৬) আমেনা বেগম, স্বামী আনছার ফকিরগণ আমার ৪.৬০ শতাংশ জমির বসত বাড়ির মধ্যে জোরপূর্বক বাউন্ডারী ভেঙ্গে ভিতরে এসেছে এবং পিলার ভেঙ্গে ফেলেছে এবং ইট চুরি করে নিয়ে যায়। বালু, সিমেন্ট নস্ট করে ফেলে এবং জুয়েল পুলিশ উল্লেখিত বিবাদীগণ দলবদ্ধ হয়ে পুলিশের ক্ষমতা অপব্যবহার করে আমাকে এবং আমার কর্মরত লেবারদের মারধর করে। এছাড়া আমার বিল্ডিং এর ছাদের পানি আটকে রাখে। পানির পাইপ ভেঙ্গে ফেলে । আমি আমার জমি ছাড়তে বল্লে বিবাদীরা আমার পরিবারকে প্রাণ নাশের হুমকি দেয়।

আমি ও আমার পরিবারের উপর দা-বটি, রান্দা, লাঠি শাপল,ও লোহার বড় নিয়ে আমাদের মারার জন্য ঝাপিয়ে পড়ে। আমাদের হুমকি দেয় নিজেদের ঘরে আগুন লাগিয়ে আমাদের মামলা দিয়ে হয়রানি করবে বলে ভয় দেখায়।নরী নির্যাতনসহ বিভিন্ন মামলা দেয়ার হুমকি দিচ্ছে। আমার বাড়ীঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ বরাবর গত ১৭ ডিসেম্বর ২০১৯ তারিখ এবং ঝালকাঠি বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট জিআর -৪৬৮/১৯ আইনের ধারা ৩৮৫,৩৭৯,৪২৭,৫০৬ মামলা বিবাদীর সাথে চলছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে বিবাদীর সাথে ৭ ধারা মামলা চলছে যা বিচারাধীন। এমপি নং ৩১/২০২০ ধারা- ১০৭/১১৭ । এবং পুলিশ তদন্ত রিপোর্ট আমার পক্ষে এসেছে।

আমাকে এই বলে বিবাদীরা হুমকি দেয় যে, তারুলি লুৎফর রহমানকে ভাগিনাদের সঙ্গে নিয়া কিভাবে মার্ডার করছি শোন নাই। তোদেরকে ও সেই রকম শেষ করব।

আমি আমার জমি ফেরত চাই। আমার সরকারি চাকুরী শেষ করে দিবে বলেও হুমকি ধমকি দেয়। এমতাবস্থায়, আমি আমার পৈত্রিক ওয়ারিশ ও ক্রয়কৃত সম্পত্তি শান্তিতে পরিবার পরিজন নিয়ে ভোগদখল ও বসবাস করতে পারি তার সুব্যবস্থাদানে প্রশাসনের কাছে আবেদ জানাচ্ছি।”

 

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।