মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
দৈনিক নওয়াপাড়ার প্রকাশক ও সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক আসলাম হোসেনের মৃত্যুতে অভয়নগর রিপোর্টাস ক্লাবে সকল সদস্যদের উপস্থিতিতে রবিবার মাগরিববাদ এ দোঁয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য দৈনিক নওয়াপাড়ার প্রকাশক ও সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক আসলাম হোসেন করোনায় আক্রান্ত হয়ে আজ রোববার ভোর ৪.০০টার সময় ঢাকা ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বৎসর। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। আজ মাগরিববাদ নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসায় প্রথম জানাজা ও শংকরপাশা নূরানী মাদ্রাসায় দ্বিতীয় জানাজা শেষে মরহুমের নিজ গ্রাম শংকরপাশা পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়।
CBALO/আপন ইসলাম