জিয়াউল হক জিয়া, চট্টগ্রাম ব্যুরোপ্রধান :
কক্সবাজার সদর উপজেলা ভারুয়াখালী ইউনিয়নে ইঞ্জিনিয়ার শাহজাহান এর উদ্যোগে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ২০২১ ইং শুভ উদ্বোধন হয়েছে। রবিবার ১০ জানুয়ারি দুপুর ৩:০০টায় ঘোনার পাড়া আজিজের দোকান সংলগ্ন মাঠে এ খেলার শুরু হয়। উদ্বোধনপূর্বক আলোচনা সভায় ইঞ্জিনিয়ার আবু হেনা মোঃ শাহজাহান সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ভারুয়াখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আমির হোসেন। তিনি বক্তব্যে বলেন,খেলাধুলা হলো একধরনের কাজ যা বিনোদনের জন্য অথবা কখনো কখনো জ্ঞান অর্জনের সরঞ্জাম হিসাবে গণ্য করা হয় । এটা বিনোদনের একটি স্বতন্ত্র অংশ যা শুধু মাত্র আনন্দ উপভোগের জন্য ।
এসব মূলত ঐতিহ্য, সৌন্দর্যোধ ও মিত্রতা রক্ষার্থে আয়োজন করা হয় । ক্রীড়াবিদরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে অন্যদের আনন্দ দেয়। এতে খেলা সঞ্চালনায় ছিলেন রশিদ আরমান নিউ ইয়ার মিনিবার ফুটবল কর্তৃক আয়োজিত উক্ত খেলাটির পৃষ্টপোষক হিসাবে খেলাটি শুভ উদ্বোধক করেন মোতাহের হোসেন সেক্রেটারি । খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উদীয়মান তরুন নেতা আব্দুল হালীম,সিরাজুল হক এম ইউ পি, এম আবুল কাসেম এমইউপি সহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ। খেলা পরিচালনা কমিটি জানায় বিভিন্ন এলাকা থেকে মোট ১২ টি দল এন্ট্রি হয়েছে। উদ্বোধনী প্রথম খেলায় এফসি ঘোনার পাড়া সাথে মোকাবেলা করে টমটম মালিক সমিতি ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে ১-০ গোলের ব্যবধানে টমটম মালিক সমিতিকে পরাজিত করে এফসি ঘোনার পাড়া । উদ্বোধনী ২য় খেলায় নির্ধারিত সময়ের খেলায় কোনো গোল না হওয়ায় এরশাদ ক্রীড়াচক্র ট্রাইবেকারে ১-০ গোলে জয় লাভ করে বৃহত্তম উল্টা হালি ছাত্র পরিষদ টিম থেকে।
CBALO/আপন ইসলাম