মঙ্গলবার , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গাইবান্ধার পলাশবাড়ী সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ মে, ২০২০

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ফাতেমা পরিবহনের স্বত্বাধিকারী আব্দুস সোবহান বিচ্চুর দায়েরকৃত মামলায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিক সিরাজুল ইসলাম রতনকে গ্রেফতার করা হয়েছে ৷ ২৬ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের উদয়সাগর গ্রামে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে পলাশবাড়ী থানা পুলিশ।

সাংবাদিক সিরাজুল ইসলাম রতন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রেসক্লাব একাংশের সাধারন সম্পাদক, একীভূত প্রেসক্লাব গঠনের অন্যতম সংগঠক ও প্রেসক্লাব একত্রিকরনের লক্ষে গঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক, চ্যানেল এস টিভি, দৈনিক মানবজমিন ও চাঁদনী বাজার পত্রিকার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন ৷

উল্লেখ্য,করোনা ভাইরাসের এই ক্রান্তিলগ্নে লক ডাউনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গনপরিবহন চালানোয় একাধিকবার ফাতেমা পরিবহন গাড়ী আটক ও মামলা হয় ৷ এরপর সাংবাদিক সিরাজুল ইসলাম রতন তার ব্যবহৃত ফেসবুক আইডি হতে ”মহাসড়কে গাড়ীর সামনে কোন পুলিশ বা সার্জেন্ট দাড়ালে ওদের মেরে দিতে ড্রাইভারদের প্রতি নির্দেশ শ্রমিক নেতা বিচ্চুর” এ শিরোনামে সংবাদ প্রকাশসহ একাধিক সংবাদ প্রকাশের পর গত ১২ মে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান ওরফে বিচ্চু সোবহান বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল আইনের ২৫(২)২৯(১)৩১(২) ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ ইং ৩৮৫/৫০৬ পেনাল কোড ১৮৬০; ফেসবুকে মানহানিকর তথ্য প্রকাশ করার অপরাধে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করে । মামলা নং ১৪/১০৭।

পলাশবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উদয় সাগর গ্রামে অভিযান চালিয়ে বুধবার সকালে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ জানায়, মামলার পর থেকে সে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলো। গ্রেফতারের পর উক্ত মামলায় সাংবাদিক সিরাজুল ইসলাম রতনকে বিজ্ঞ আদালতে পাঠিয়ে দেয় পলাশবাড়ী থানা পুলিশ।

এরপর বিজ্ঞ আদালতে অনলাইন বা ভার্চুয়াল কোর্টে সিরাজুল ইসলাম রতনের জামিন আবেদন করা হয় ৷ আদালত শুনানি শেষে সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে প্রেরণ করেন বিজ্ঞ আদালতের বিচারক বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ওপেন্দ্র চন্দ্র দাস ।

এখবর নিশ্চিত করেন সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের আইনজীবী এ্যাড.শাহনেওয়াজ খান। এদিকে সহকর্মীর গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। সেই সাথে তার নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহমেদ আবু জাফরসহ জেলা- উপজেলায় কর্মরত সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ ৷

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।