শুক্রবার , ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রামগড়ে ৪৩বিজিবির উদ্যোগে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ জানুয়ারি, ২০২১

বেলাল হোসাইন,(খাগড়াছড়ি):

খাগড়াছড়ির রামগড়ে হত দরিদ্র এবং নিম্ন আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে রামগড় ৪৩ বিজিবি এর পক্ষ থেকে পাহাড়ি বাঙ্গালি পরিবারের মাঝে কম্বল এবং শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার(১০ জানুয়ারি) সকাল ১১টায় রামগড় বিজিবি ৪৩ সদর দপ্তরে এই কম্বল এবং শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন লে:কর্ণেল আনোয়ারুল মাজহার। বিজিবি সূত্রে জানা গেছে, জোন কমান্ডারের নেতৃত্বে ব্যাটালিয়ের বিভিন্ন ভিওপির আওতাধীন শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ৬ শত ৯টি কম্বল এবং জোন সদরে ১৪৬ জনকে কম্বল, শীতের গরম পোশাক ও উপজাতী পোশাক বিতরণ করা হয়। টাকার অভাবে কম্বল কিনতে না পারা জোনের আওতাধীন মহামুনি পাড়ার গারো অধ্যুষিত এলাকার দরিদ্র ৫০ বছর বয়সী এলিজাবেথ মারাকের কাছে একটি মোটা কম্বলই যেন পরম প্রাপ্তি।

 

তার মতে বিজিবি নিরাপত্তার পাশাপাশি তাদের শীত লাঘবেও কাজ করছে। দারোগাপাড়া এলকার হত দরিদ্র তাহের মিয়া বলেন অভাবের সংসার। প্রচণ্ড শীতে খুবই কষ্ট পেতাম। এ কম্বল কিছুটা হলেও উষ্ণতার ছোঁয়া দেবে। সাংবাদিকদের সাথে একান্ত আলাপ কালে দুর্গম এলাকার শীতার্ত মানুষজনের পাশে দাঁড়াতে পারাটা সৌভাগ্যের মন্তব্য করে রামগড় ৪৩ (বিজিবি’র) অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ারুল মাজহার বলেন, ৪৩ বিজিবি সীমান্ত সু-রক্ষার পাশাপাশি আত্বমানবতার সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দুস্থদের মাঝে কম্বল বিতরণ, শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সেবা, বন্যা দূর্গত মানুষের সেবা প্রদান, অসহায়দের মাঝে আর্থিক অনুদান, রাস্তা ঘাট নির্মাণ সহ নানা কাজে অংশ গ্রহণ করেছেন। তিনি সমাজকে দূর্নীতি মুক্ত করতে মাদক, চোরা চালান, অস্ত্র পাচার, এবং মানব পাচার রোধে বিজিবিকে সার্বিক সহযোগিতা করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন ৪৩বিজিবি রামগড় জোনের সুবেদার মেজর মনসুর আহম্মেদ সহ জোনের দায়িত্বরত অন্যান্য বিজিবি সদস্যরা।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।