স্টাফ রিপোর্টার:
দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি আসলাম হোসেন দীর্ঘ দিন চিকিৎসা নেওয়ার পর আজ রবিবার ভোর সাড়ে চারটায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে এন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহির রাজিউন)। তার নামাজে জানাজা আজ রোববার মাগরিবের নামাজের পর নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। পরে তাকে শংকরপাশায় পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক ও সমবেদনা জানিয়েছেন, দৈনিক জাগ্রত বাংলাদেশ ( jagrotobd.net) সম্পাদক ও দৈনিক চলনবিলের আলো ডট কম এর অভয়নগর প্রতিনিধি সাংবাদিক কামাল হোসেন এক শোক বার্তায় তিনি জানান সাংবাদিক আসলাম ভাইকে ভুলে থাকা সম্ভব নয়, তার কর্মময় জীবন ছিলো অসহায় মানুষের পাশে থাকা যা অভয়নগরবাসি মোনে রাখবে আমি তার শোকাহত পরিবার পরিজনে প্রতি গভীর সমবেদনা জানাই, এবং মহান আল্লাহুর নিকট কামনা করি, সকলকে এই শোক কেটে উঠার তৌফিক দান করেন।
CBALO/আপন ইসলাম