অভয়নগর প্রতিনিধিঃ
অভয়নগরে মাদক উচ্ছেদ অভিযানে সহযোগীতা করায় কথিত দুই সোর্সকে কুপিয়ে মারাত্মক আহত করেছে মাদক ব্যবসায়ীরা। জানা গেছে, গত শুক্রবার রাতে অভয়নগরের শীর্ষ মাদক ব্যবসায়ী ওহিদুল ও তার সহযোগীকে চারশত গ্রাম গাঁজা ও বায়ান্ন পিচ ইয়াবাসহ আটক করে র্যাব-৬। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গতকাল রাত ৯.০০টার সময় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা একটি মাইক্রোবাসে করে প্যারাডাইস হোটেলের সামনে থেকে সোহাগ ও শাকিল নামের দুই যুবককে আগ্নেয়স্ত্রের মুখে অপহরন করে বুইকারা ড্রাইভারপাড়া এলাকায় নিয়ে পাশবিক নির্যাতন করে।
এ সময় তারা কৌশলে পালিয়ে ঘটনার পার্শ্ববর্তী কাশেমের বাড়ি যেয়ে আত্মরক্ষা করলে সন্ত্রাসীরা টের পেয়ে সে বাড়িতে হামলা করে সন্ত্রাসী তান্ডব চালায়। ভূক্তভোগীদের সূত্রে জানা গেছে, বুইকারা ড্রাইভার পাড়ার মৃত নুর ইসলামের পুত্র মোহাম্মদ(২৬), জাহিদুল(৩৫), মহিদুল(২৪)সহ নয়/দশজনের সন্ত্রাসী দল এ ঘটনা ঘটায়। তাদের স্বজনেরা খবর পেয়ে উক্ত বাড়ি থেকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমান সবুজ বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। অভয়নগর থানার ডিউটি অফিসার এ.এস.আই মনির সাংবাদিকদের বলেন, অপহরনের পর জখমের বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
CBALO/আপন ইসলাম