রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় পূর্বসুজনকাঠি ঐতিহ্যবাহী হাজী বাবনউদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানার প্রতিষ্ঠাতা মরহুম বাবন উদ্দিন তালুকদার এর ছেলে আনসার উদ্দিন তালুকদার (১১০) শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, (ইন্নাল্লিলাহি ….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতী নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকালে উল্লেখিত এতিমখানা মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পূর্বসুজনকাঠী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মরহুমের জানাজায় উপস্থিত থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জ্ঞাপন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, জেলা বিএনপি’র (উঃ যুগ্ম সম্পাদক ও সাবেক গৈলা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন তালুকদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদারসহ স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ।
CBALO/আপন ইসলাম