অভয়নগর প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে গাঁজা ও ইয়াবা-সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬, র্যাব-৬,(সিপিসি-৩) যশোরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুইকরা ড্রাইভারপাড়া এলাকা ওহিদুলের নিজ বাড়ি থেকে ৪০০ গ্রাম গাঁজা ও ৫২ পিস ইয়াবা সহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতার কৃত আসামীরা হল, ড্রাইভার পাড়া এলাকার বাসিন্ধা মৃত নুর ইসলামের পুএ একাধিক মাদক মামলার আসামি ওহিদুল(৩০) ও একই এলাকার খোকন মোল্লার ছেলে মাছুম বিল্লাহ(২২) র্যাব-৬, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কতিপয় ব্যাক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে, এরুপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ৭ জানুয়ারি ২০২১ তারিখ রাত ৯ ঘটিকার সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম গাঁজা, ৫২ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
CBALO/আপন ইসলাম