রুবিনা আজাদ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
মুজিব বর্ষ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় চ্যাম্পিয়নলীগ ফুটবল টুনামেন্টের-২০এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৮দলের অংশ গ্রহনের মধ্য দিয়ে আগৈলঝাড়া স্থানীয় ফুটবল ক্লাবের আয়োজনে বুধবার বিকেলে উপজেলার সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে আগৈলঝাড়া ফুটবল ক্লাব ও নগরবাড়ি একাদশ ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্দ্দিষ্ট সময়ে গোল শুন্য ড্র হলে ট্রাইব্রেকারে আগৈলঝাড়া ফুটবল ক্লাব ৩-১ গোলে নগরবাড়ি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা উজ্জল লাহেড়ী, বজলুর রহমান হাওলাদার, ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক সবুজ আকন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার হারুন রানাসহ প্রমুখ নেতৃবৃন্দ। খেলা পরিচালনা করেন শিক্ষক সুশান্ত মজুমদার ও আশিষ দত্ত।
CBALO/আপন ইসলাম