শুক্রবার , ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

৭৭ উন্নয়ন প্রকল্পে বদলে যাচ্ছে কক্সবাজার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতা-পরবর্তী সময় থেকে অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে পড়া কক্সবাজার পাল্টে যাচ্ছে দ্রুত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টিতে কক্সবাজারকে ঘিরে নেওয়া হয়েছে ২৫টি মেগা প্রকল্পসহ ৭৭টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের মধ্য দিয়ে কক্সবাজারকে দেশের অর্থনৈতিক অঞ্চল হতে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। দ্রুত এগিয়ে চলা এসব প্রকল্প বাস্তবায়িত হলে কক্সবাজার হবে একটি উন্নত ও পরিপূর্ণ পর্যটন নগর। আর উন্নয়ন প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক হস্তান্তরে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, স্বাধীনতা-পরবর্তী সময় থেকে অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে পড়া কক্সবাজারকেই উন্নয়নের ক্ষেত্রে বেশি প্রাধান্য দিচ্ছে বর্তমান সরকার।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টিতে কক্সবাজারকে উন্নয়নের ক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। ২০০৮ সালের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই কক্সবাজারে ধারাবাহিক উন্নয়নের ছোঁয়া লাগে। এসব প্রল্পের মধ্য দিয়ে কক্সবাজারকে দেশের অর্থনৈতিক অঞ্চল হিসেবে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। কক্সবাজারে নেওয়া হয়েছে ২৫টি মেগা প্রকল্পসহ ৭৭টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পে ৩ লাখ কোটি টাকার বেশি বিনিয়োগ করা হচ্ছে। ৭৭টি প্রকল্পে অধিগ্রহণ করা হয়েছে প্রায় ১৪ হাজার একর জমি। আর জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ ধরা হয়েছে ৫ হাজার ৬৯৪ কোটি ৬১ লাখ ৪৭ হাজার ৯৮৩ টাকা। এর মধ্যে ৩ হাজার ৬১০ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ৪৬৩ টাকার চেক ক্ষতিগ্রস্তদের কাছে প্রদান করা হয়েছে। জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক হস্তান্তরে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জমির মালিকদের অত্যন্ত স্বচ্ছতার মধ্য দিয়ে ক্ষতিপূরণের টাকার চেক প্রদান করা হচ্ছে। এমনকি এলাকায় সরেজমিন গিয়েও চেক প্রদান করা হচ্ছে জমির মালিকদের। কোনো হয়রানি ছাড়া ক্ষতিপূরণের টাকার চেক পেয়ে খুশি জমির মালিকরা।

 

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, ‘প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পসহ জেলায় ৭৭টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণকৃত জমির মালিকদের অত্যন্ত স্বচ্ছতার মধ্য দিয়ে ক্ষতিপূরণের টাকার চেক প্রদান করা হচ্ছে। এমনকি জমির মালিকদের এলাকায় সরেজমিন গিয়েও চেক প্রদান করে আসছি। মামলা ও অভিযোগের কারণে কিছু টাকার চেক দেওয়া বাকি রয়েছে। এসব বিষয়ে ক্ষতিগ্রস্তদের আবেদনপত্র শুনানি গ্রহণ শেষে জমির প্রকৃত মালিকদের কাছে ক্ষতিপূরণের টাকার চেক দেওয়া হয়। কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘আমরা সব সময় বিশ্বাস করি, জনগণকে প্রকৃত সেবা দেওয়ার প্রক্রিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলায় যেসব উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণ কাজ চলছে, তা আরও জনমুখী করা, স্বচ্ছতার সঙ্গে, দুর্নীতি ও হয়রানিমুক্তভাবে ক্ষতিপূরণ প্রদানে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই জমির মালিকরা নিজে আবেদন করে ক্ষতিপূরণের চেক গ্রহণ করেন। ’ চলমান ৭৭টি উন্নয়ন প্রকল্পের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে কক্সবাজার। দ্রুত এগিয়ে চলা এসব প্রকল্প বাস্তবায়িত হলে কক্সবাজার হবে একটি উন্নত ও পরিপূর্ণ পর্যটন নগর- এমনটাই স্বপ্ন দেখছেন কক্সবাজারবাসী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।