অমিত হাসান হৃদয়, ঢাকা জেলা প্রতিনিধি: আজ সকাল এ তেজগাঁও টি,সি,বি গুদাম থেকে পন্য নিয়ে গাড়ি যখন খিলক্ষেত রেল গেইট পৌছানোর পর গাড়িটি যখন রাস্তা রাখে টি,সি,বি ডিলার মোঃ ফোরকান হোসেন বাবুল ঠিক সে সময় খিলক্ষেত থানায় কর্তবরত ডিউটি অফিসার লিটন তাকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। এই সময় গাড়িতে থাকা বস্তা বন্দী পেয়াজ গাড়ি থেকে টেনে হেঁচড়ে রাস্তায় ফালিয়ে দেয়। গাড়িতে থাকা ওজন মাপার মেশিন টা ভেঙে ফেলে ডিলার কে চর থাপড় মারে। ডিলার জিজ্ঞেস করলে কি হয়েছে জানতে চাইলে ওনি কিছু না বলে পয়েন্ট থেকে গাড়ি সরিয়ে নিতে বলে।
পরে টি,সি,বি গাড়ি সরিয়ে নিয়ে যায় ও ঘটনা স্থলে টি,সি,বি কর্মকর্তা এসে ওসির সাথে মোঠো ফোন এ কথা বলে সেই জায়গায় গাড়ি লাগায়। এ বিষয় থানার ওসি সাথে অনেক যোগাযোগ করা চেষ্টা করে ও তার নাম্বার এ যোগাযোগ করতে পারি নাই। স্থানীয় কিছু লোকজন কে গঠনার কথা জিজ্ঞেস করলে তারা বলে ডিলার নিয়মিত এখানে টি,সি,ভি পন্য বিক্রি করে। কি কারণে বা কি উদ্দেশ্য সরকারি মাল ও সরকারি ডিলার এর উপর এই রকম আচরণ করছে তার সঠিক কোন তথ্য এখনো জানা যাই নাই।
ডিলার এর বক্তব্য কি কারণ বা কি উদ্দেশ্য আমার উপর এই নিযার্তন হলো। করোনা ভাইরাস এর সময় আমরা জীবনের ঝুঁকি নিয়ে টি,সি,বি পন্য বিক্রি করে আসছি। দেশের এই ক্লান্তি লগ্নে আমরা লস দিয়ে পেঁয়াজ বিক্রি করে আসছি আর আমাদের উপর এই রকম অত্যাচার করা হলো এর সঠিক বিচার আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই। এই দিকে স্থানীয় এলাকাবাসী ও টি,সি,বি ডিলার এর সুস্ঠ বিচার এর দাবি জানিয়েছে।
CBALO/আপন ইসলাম