শুক্রবার , ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সওজ’র কোটিপতি অফিস সহকারী জেলহাজতে *৫০ লাখ টাকা জরিমানা *চারতলা বাড়ি বাজেয়াপ্ত

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ জানুয়ারি, ২০২১

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
দুর্নীতির মামলায় বরিশাল সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর অফিসের সহকারী কাম মুদ্রাক্ষরিক একেএম সেলিম হাওলাদারকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও সাথে ৫০ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

একই আদেশে বিচারক আসামির বরিশাল সিটি কর্পোরেশনের হোল্ডিং নং ৪১৩/৩ এ অবস্থিত ১১শতক সম্পত্তির উপর নির্মিত চারতলা দালাল বাড়িটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। বুধবার দুপুরে তথ্যের সত্যতা স্বীকার করে বরিশালের বিভাগীয় আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ বলেন, আদালতের বিচারক মহসিনুল হক মঙ্গলবার শেষ কার্যদিবসে এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার পর আসামিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।

বেঞ্চ সহকারী আরও জানান, আসামি সেলিম হাওলাদার তার নিজের ও স্ত্রীর নামে নগরীর আলেকান্দা মৌজার ডাঃ খাদেম হোসেন সড়কে ১১ শতক জমি ক্রয় করে চার তলা দালান বাড়ি নির্মাণ করেন। দুর্নীতি দমন কমিশনে দাখিলক্রত সম্পদ বিবরণীতে উক্ত বাড়িটির নির্মাণ ব্যয় উল্লেখ করেন ২৭ লাখ ২৭ হাজার ২১৫ টাকা। বিগত ২০১০ সালের ১ মার্চ উক্ত বাড়িটি পুনরায় পরিমাপ গ্রহণ করে নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয় ৬১ লাখ ৬৮ হাজার ৭৩৫ টাকা। ফলে ৩৪ লাখ ৪১ হাজার ৫২০ টাকা এবং জ্ঞাত আয়ের উৎস বহির্ভূতভাবে ২২ লাখ ৭৩ হাজার ৫৯৮ টাকা অর্জন পূর্বক তা নিজ দখলে রেখে তিনি দুর্নীতি দমন আইন ২০০৪ এর ২৬ (২) ২৭ (১) ধারায় অপরাধ করেছেন।

তাই আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪ এর ২৬ (২) ২৭ (১) ধারায় দুর্নীতি দমন কমিশন বরিশাল অঞ্চলের উপ-সহকারী পরিচালক তানভীর আহমেদ ২০১৫ সালের ৩১ মে অভিযোগপত্র দাখিল করেন। এর আগে ২০১১ সালের ১৮ মে মামলা করেন। আদালতের বিচারক মামলায় পাঁচজনের সাক্ষ্য গ্রহণ শেষে উল্লেখিত রায় ঘোষনা করেন।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।