শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির রাজাপুরে সোহাগ ক্লিনিকের ঈদ উপলক্ষে বিশেষ ছাড়

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ মে, ২০২০
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুরে সোহাগ ক্লিনিকের ঈদ উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করেছে সোহাগ ক্লিনিক।করোনা ভাইরাসের কারনে মানুষের আয় কমে  অর্থনৈতিক সংকটে এবং পবিত্র  ঈদ- উল ফিতর উপলক্ষে ঔষধ ও অপারেষনে  আকর্ষনীয় মুল্য ছাড় সোহাগ ক্লিনিক ও রস ইসলামিয়া ফার্মেসি রাজাপুরে।
গতকাল রবিবার ২৪ এপ্রিল সোহাগ ক্লিনিকের নতুন ভবনে বিকাল ৪ টায় এক সংবাদ সন্মেলনে সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসির চেয়ারম্যান জানান, “করোনা ভাইরাসের কারনে সাধারণ মানুষের আয় নাই, কিছু মানুষ জমানো টাকা খরচ করছে, কিছু মানুষ ধার দেনা করে চলছে, কিছু মানুষ অন্যের সাহায্যে জীবন চালাচ্ছে, তাই এই সংকটময় সময় ঔষধ ও অপারেশন  সেবায় মানুষের পাশে থাকতে ঔষধ ও সার্জারী অপারেশনে আকর্ষনিয় মুল্য ছাড় দিয়েছি, এবং চিকিৎসা সেবায় সোহাগক্লিনিক ২৪ ঘন্টা খোলা রেখে এম,বি,বি,এস ও ডি,এম,এফ চিকিৎসক দ্বারা চিকিৎসা দিচ্ছি মানব সেবায়।  আমি আশা করি দেশের মানুষের সঙ্কট মুহুর্তে এই ভাবে সকল ব্যাবসায়িরা মানুষের পাশে থাকবেন।
মুল্য ছাড়ের সুবিধার কারনে ৩৫০/= টাকার সেফট্রোন ২ গ্রাম ইনজেকসন ৩২০ টাকা, ৩০০/= টাকার ইরাসেফ ২ গ্রাম ২০০/= টাকা ৫ টাকার লোসেকটিল ৪ টাকা ৫০ পয়সা, ৭ টাকার কমপ্রিট ৬ টাকা ৫০ পয়সা, ১০/= টাকার সারজেল ৪০ এমজি ৯ টাকা,৭ টাকার সারজেল ২০ এমজি ৬ টাকা ৫০ পয়সা, ২০০ টাকার সিনকারা ১৫০ টাকা,৩০০ টাকার এরিস্কন ২৫০ টাকা, ৩৫ টাকার জিমেস্ক ৩২ টাকা,৩০ টাকার সেফটিল প্লাস ২৫০ এমজি ২৮ টাকা,২৫০/= টাকার ইপ্রাসল ২৩০/= টাকা, ৪  টাকার ওমিটিন ৩ টাকা ১১০/= টাকার মেগেন্টা প্লাস ১০০ টাকা, ৩৫০ টাকার প্রোটোমিন ৩০০/= টাকা,১৫০ টাকার মনট্রিল ১৪০ টাকা, আরো অনেক ঔষধে এবং অপারেষন সেবায় আজ থেকে ১০% কমিশনে অপারেশন করা হবে।
উল্লেখ্য সোহাগ ক্লিনিক, সোহাগ ক্লিনিক ফার্মেসি ও ইসলামিয়া ফার্মেসিতে করোনা ভাইরাসে ক্ষতিতে ও পবিত্র ঈদ – উল- ফিতর উপলক্ষে এই মুল্য  ছাড় দেয়া হয়েছে।”মানব সেবায় সোহাগ ক্লিনিক ২৪ ঘন্টা ডাক্তারি এবং ঔষধ সেবা।রাজাপুরের সোহাগ ক্লিনিক ইতিপূর্বেও জনসভায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে জানা যায়

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।