শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আসন্ন ইউনয়ন পরিষদ নির্বাচনে আধুনিক খাষকাউলিয়া গড়তে চান আবু সাঈদ বিদ্যুৎ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ জানুয়ারি, ২০২১

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিরিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সালকে সামনে রেখে ডিজিটাল যুগে মডেল খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ গড়তে চান উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি বর্তমান বিআডিবি চেয়ারম্যান মো: আবু সাঈদ বিদ্যুৎ।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকার মাঝি হতে চান আবু সাঈদ বিদ্যুৎ। এলাকাবাসির অনুরোধ রাখতে গিয়ে আগামী ২০২১ সালে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী হয়ে এক উঠান বোটকের মধ্যদিয়ে ইতোমধ্যে তিনি প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। সময় যতই ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের। (আইন অনুযায়ী ২০২১ সালের মার্চে শুরু আর জুনের আগেই শেষ হবার কথা। এনিয়ে ইতোমধ্যে নির্বাচনের উপযোগী ইউনিযন পরিষদের তালিকা চেয়ে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ)। এখনো নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওযা। চায়ের দোকানে দোকানে বইছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিশ্লেষন। নড়ে-চড়ে মাঠ সরগরম করে তুলছে চেয়ারম্যান ও সদস্য পদে সম্ভাব্য প্রার্থীরা।

 

দলীয় নেতাকর্মী ও ভোটারদের সমর্থন আদায়ে ব্যনার,ফেস্টন ও চা-চক্রে প্রচার-প্রচারণা শুরু করে নিজেকে জানান দিচ্ছেন প্রার্থী হিসেবে। দলীয় নেতা ও সমাজিক যোগাযোগ মাধ্যমেও সমানতালে চলছে দলের মনোনয়ন পেতে, প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিশথ্রুতি শহরের উন্নয়ন সেবা গ্রামের দৌড় গোড়ায় পৌছে দিতে মাঠ চষে বেড়াচ্ছেন এবং সরকারের অসমাপ্ত কাজ সমাপ্ত ও রাস্তা নির্মানে অবহেলিত এলাকা পরিদর্শন করে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। সোমবার সকালে উপজেলার কুরকি কবরস্থান থেকে –বাড়ি পর্যন্ত মাটির রাস্তা পরিদর্শন করেন, পওে গ্রামের —বাড়িতে এক উঠান বৈঠক করেন। এউঠান বৈঠকের মধ্যদিয়ে নতুন প্রজন্মেও তরুন মুখ সাবেক ভিপি বিদ্যুৎ এর পক্ষে প্রচারণায় মাঠে নেমেছে ভোটাররা। দলের সমর্থন পাওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে ওই ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরাও। দল তাকে মনোনয়ন দিলে তিনি নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাব করবেন আশা প্রকাশ করছেন।

 

মনোনয়ন প্রত্যাশী বিদ্যুৎ বলেন, আমি চৌহালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান। আমার দায়িত্ব আমলে এলাকার বহু উন্নয়ন হয়েছে আমি দলের মনোনয়ন প্রার্থী এবং নৌকার মাঝি হতে চাই। আমি আওমীলীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগনের দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করছি। রাজনীতি আমার নেশা, পেশা নয়। তাই মানুষের জন্য কাজ করে আসছি আমার জীবনধশায় মানুষের সেবা করতে চাই। মানুষের ভালবাসা অর্জন করতে চাই,সমর্থন দোয়া ও ভোট প্রাথনা করছি। সরকারের উন্নয়ন ও শহরের সেবা মানুষের ঘরে ঘরে পৌছে দিতে চাই, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদকে আধুনিক ও ডিজিটাল করে গড়ে তুলতে চাই। জনগনের দৌড়গড়ে সেবা পৌছে দিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের মাঠে কাজ করে ডিজিটাল ইউনিয়ন পরিষদ গড়তে চান।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।