আটঘরিয়া প্রতিনিধি:
পাবনার আটঘরিয়ায় এ্যাম্বুলেন্সের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগের নেতাকর্মীরা চালক জিন্নু খানকে ব্যাপক মারপিট করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৪ জানুয়ারি ) সন্ধা সাড়ে সাতটার দিকে হাসপাতালের জরুরী বিভাগের সামনে। এঘটনায় আটঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, গত ১ জানুয়ারি আটঘরিয়া হাসপাতালের এ্যাম্বুলেন্স যোগে জিন্নু খান ভরতপুর গ্রামের মোজাহার ও হযরত আলীর একটি রোগি নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তবে ঘটনার দিন সন্ধায় হাসপাতালের জরুরী বিভাগের সামনে ভরতপুর গ্রামের শাহাদত আলীর ছেলে জামাল উদ্দিনের কাছে ভাড়ার টাকা চাই চালক জিন্নু খান।
উভয়ের মধ্যে টাকা চাওয়ায় কথা কাটাকাটির এক পর্যায় বাগবিতান্ডা শুরু হয়। জামাল উদ্দিন ক্ষিপ্ত হয়ে জিন্নু খানকে এলোপাথ্যারি ভাবে মারপিট করে পালিয়ে যায়। কিছু ক্ষণ পরে সে উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান টুটুল, আটঘরিয়া পৌরসভার যুগ্ম আহবায়ক আহসানুল্লাহ, আওয়ামীলীগ নেতা সুজনকে ডেকে এনে জিন্নু খানকে ব্যাপক মারপিট করে। এসময় জিন্নু গুরুতর গুরুতর আহত হন। পরে পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে উপজেলা প: প: কর্মকর্তা রফিকুল হাসান জানান, দোষী ব্যক্তি যেই হোক না কেন হাসপাতালের ভিতরে এ্যাম্বুলেন্স চালক জিন্নু খানকে মারধর করবে এটা মারাক্ত অপরাধ। তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।
CBALO/আপন ইসলাম