মোঃ নাজমুল হুদা,লামা:
উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৪৮ সালের এই দিনে (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর ৫২-র ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৯-র গণ-অভ্যুত্থান, ৭১-র মহান মুক্তিযুদ্ধ, ৯০-র স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের প্রায় প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এ সংগঠনের ভূমিকা ছিল অবিস্মরণীয় এবং গৌরবোজ্জ্বল। এদিকে সংগঠনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানের লামায় জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান শুভ উদ্বোধন করা হয়। সোমবার (৪ জানুয়ারি,২০২১ ইং) বিকালে লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউজের ২য় তলায় লামা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ কর্মসূচি আয়োজন করেন।
সেখানে জয় বাংলা,জয় বঙ্গবন্ধু,একাত্তের হাতিয়ার গর্জ্জে উঠুক,অরেকবার,তোমার আমার ঠিকানা,পদ্মা,মেঘনা ও যমুনা,তোমার নেতা আমার শেখ মুজিব, শেখ মুজিব,মুজিবের বাংলায় রাজাকারের ঠাই নাই,শেখ হাসিনার ভয় নাই,রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগানে মুখরিত ছিল। এ সময় প্রতিষ্টাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, উপজেলা আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,সহ-সভাপতি প্রসন্ন কান্তি ভট্টাচার্য,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও লামা উপজেলা মহিলা আ, লীগের সভাপতি ফাতেমা পারুল,ভাইস চেয়ারম্যানদ্বয় মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দীন,পৌর মহিলা আ,লীগের সভাপতি উয়ুই মার্মা,সাবেক ছাত্রনেতা সাংবাদিক মোঃ নাজমুল হুদা,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শাহীন,সহ সভাপতি যথাক্রমে সাদ্দাম হোছাইন রাকিব, মোঃ ইলিয়াজ পারভেজ,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রনি, কলেজ ছাত্র লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক সালাহ উদ্দীন ভূইয়া নাহিদ,সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ প্রমূখ।
CBALO/আপন ইসলাম