মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব আব্দুস সুবাহান তুলা (৬৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায় গত শনিবার বিকেল ৪.৩০ মিনিটে নিজ বাসভবনে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করিয়াছেন। মৃত্যুকালে স্ত্রী সহ দুটি ছেলে ও একটি মেয়ে দেখে যান।
মরহুমের প্রথম জানাজা নামাজ আজ রবিবার সকাল ১০ টায় গোপালপুর কামিল মাদ্রাসা মাঠে এবং দ্বিতীয় জানাজা নামাজ শিমলা ইউনিয়নের চতিলা ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়।
এ সময় তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের মাগফিরাত কামনা করেন, টাঙ্গাইল-২ এর মাননীয় জাতীয় সংসদ সদস্য এমপি ছোট মনির, বাংলাদেশ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সেক্টর কমান্ডার ফজলুর রহমান বীর প্রতীক, সেক্টর কমান্ডার এডভোকেট আব্দুস সালাম, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধার বৃন্দ ও সুধী সমাজ ও গণমাধ্যম কর্মী।
CBALO/আপন ইসলাম