মোঃ নাজমুল হুদা,লামাঃ
বান্দরবানের লামা পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত।আলীকদম সেনা জোনের সহযোগিতায় পরিচালিত লামা চাইল্ড কেয়ার গ্রামার স্কুলের ২০২১ সালের অনুষ্ঠানিকভাবে কোমলমতি শিশুদের মাঝে নতুন বই বিতরন করা হয়েছে। রবিবার ৩ জানুয়ারী বেলা ১১ ঘটিকার সময় সম্পন্ন হয়েছে, এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের মাধ্যে সময় অনুসারে ১ জানুয়ারি বই বিতরন করা হয়েছে। বর্ণিত বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন মোঃ খালিদ রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামা খাঁ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য নারী নেত্রী ফাতেমা পারুল। সভাপতির বক্তব্যে তিনি বান্দরবান জেলা পরিষদের পক্ষ হতে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে ক্যাপ্টেন খালিদ রেজা, আলীকদম সেনা জোনের পক্ষ হতে স্কুলের সার্বিক উন্নয়ন সহ নতুন স্কুলের নতুন ভবন নির্মানের বিষয়ে সহযোগিতার করার আশাবাদ ব্যক্ত করেছেন। কোমলমতি শিশুদের জন্য মানসম্মত শিক্ষার বিস্তারসহ শিশুদের মানসিক বিকাশে শুরু থেকেই ভূমিকা রাখছে উক্ত প্রতিষ্ঠানটি। বই বিতরণ শেষে স্কুলের ভবন নির্মানের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেন ক্যাপ্টেন মোঃ খালিদ রেজাসহ অতিথিবৃন্দ।
CBALO/আপন ইসলাম