সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গেচুয়া গ্রাম থেকে একজনের লাশ উদ্ধার করেছেন মধুপুর থানা পুলিশ।
রবিবার (০৩ জানুয়ারি) সকালে স্থানীয়রা লাশটি দেখতে পান। তারপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেছেন। এতে নিহত ঐ যুবকের নাম মিজানুর রহমান (৫০)। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল ও এসআই আব্দুস সামাদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ উপপরিদর্শক (এসআই) সামাদ বলেন, “প্রাথমিকভাবে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”আর এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন নিহত মিজানুরের ভাগ্নে।
CBALO/আপন ইসলাম