রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে বুধবার র্যালী, আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার সকাল সাড়ে দশটায় দলী নেতা কর্মীদের অংশ গ্রহনে বর্নাঢ্য আনন্দ র্যালী উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় দলীয় অফিসে শেষ হয়।
পরে দলীয় অফিসের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম মোর্তুজা খান, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার মোল্লা, আবুল বাশার হাওলাদার, জসীম সরদার, বিপুল দাস, ফরহাদ তালুকদার, শফিকুল হোসেন টিটু, ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, শ্রমিক লীগ সভাপতি আবুল কাশেম সরদার, সম্পাদক ছরোয়ার দাড়িয়া, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদকসহ দলীয় নেতৃবৃন্দ।
CBALO/আপন ইসলাম