দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একরামুল হক ৯ হাজার ১শ’ ৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময় (২৮ ডিসেম্বর) সোমবার রাত ৮ টায় পীরগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন স্বতন্ত্রের নারিকেল মার্কার একরামুল হককে বে-সরকারি ভাবে বিজয়ী ঘোর্ষণা করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বতন্ত্রের নারিকেল গাছ মার্কার একরামূল হক ভোট পেয়েছে ৯ হাজার, ১শ ৩৩। তার নিকটতম আওয়ামীলীগের প্রার্থী নৌকা মার্কার কাশিরুল ইসলাম ভোট পেয়েছেন ২ হাজার, ৭ শ’ ৯০ ভোট।
এছাড়াও স্বতন্ত্রেও জয়নাল আবেদীন জগ মার্কার ৯শ, ৯১, জাতীয় পার্টির লাঙ্গল মার্কার তৈয়ব আলী ৫শ ২২, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ মার্কার রেজাউল করিম (রাজা) ২ হাজার ৭শ ১৪ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কার হাফিজুর রহমান ১৪৩ ভোট পেয়েছেন বলে জানান, রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন।
এর আগে ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঠাকুরগাঁও পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর জয়
প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০