স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ২৫ ডিসেম্বর ২০২০ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে সভাপতি পদে সাজেরুল ইসলাম সাধারণ সম্পাদক পদে আবদুল ওয়াহাব ও কোষাধ্যক্ষ পদে শফিক মোহাম্মদ রুমন সিনিয়র সহ সভাপতি পদে গোলাম রব্বানী, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শাহ মোহাম্মদ ফয়সাল হায়দার রুবেল সহ সভাপতি পদে জাহিদুল ইসলাম লিটু, জাহিদুল ইসলাম, আবদুল আলিম,শফিকুল ইসলাম যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল করিম, মারুফ ইসলাম, আব্দুল খালেক ও আবদুল মোমিন।
সদস্য জিয়াউল হক, শাহাদাৎ হোসেন, আশরাফুল আলম, ছাইফ উদ্দিন আনছারী, আব্দুর রহমান, আবু সাইদ,আবু সাইদ শেখ, রবিউল হাসান,আবদুল আলিমও আব্দুল লতিফ নির্বাচত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট কামরুজ্জামান। সদস্য আইয়ুব আলী ও এ্যাডভোকেট নওশাদ আহমেদ।
নির্বাচনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কেন্দ্রীয় কমিটির পরিচালক আনোয়ারুল আজিম, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ নকীব সহ অন্যরা উপস্থিত ছিলেন।