রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ার মুজিব বর্ষের মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে শুক্রবার বিকেলে বাটরা প্রেমচাঁম মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হরে কৃষ্ণ হালদারের সভাপতিত্বে মহন বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, স্থানীয় আওয়ামীলীগ নেতা অনিল হালদার, রাজিহার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জগদীশ ভক্তসহ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিজয়ের এই মাসে স্বাধীনতা বিরোধীরা জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের মাধ্যমে আবার মাথাচারা দিয়ে উঠতে চাইছে। তাই স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধীদের মোকাবেলা করে প্রতিহত করার আহ্বান জানান তারা।
শুক্রবার , ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ার রাজিহারে বিজয় দিবসের আলোচনা সভায় অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০