রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম কম্বল বিতরণ করেছেন।
কনকনে বাতাস ও মৃদু শত্যপ্রবাহের কারনে শীত জেঁকে বসেছে বরিশালে। মহানগরীর বিভিন্ন পয়েন্টে সাধারণ খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের মধ্যে গভীর রাতে শীতবস্ত্র (কম্বল) নিজে তাদের মাঝে হাজির হয়েছেন ডিআইজি মো. শফিকুল আসলাম।
বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ডিআইজ’র শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টরবৃন্দসহ অন্যান্য অফিসার ও ফোর্সেরা।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও ডিআইজি কর্তৃক শীতার্ত ও আর্ত মানবতার পাশে দাঁড়ানো তাঁর গণমুখী ও মানবিক পুলিশিং কার্যক্রমের একটি অংশ মাত্র।

শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে ডিআইজি শফিকুল ইসলামের কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০