রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুরের ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা রহস্যজনক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
অভয়নগরে তুচ্ছ ঘটনায় প্রয়াত মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মুন্সি(গেজেট নং ৪৬৫২) গোপালগঞ্জের কাশিয়ানি থানার তাড়াইল বাজারের স্থায়ী বাসিন্দা ছিলেন। যুদ্ধ চলাকালীন সময়ে ৮নং সেক্টরের অধীনে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। পরবর্তীকালে তিনি যশোরের অভয়নগর থানার মশরহাটি গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং ১৮ অক্টোবর ২০১৯ইং সালে ইন্তেকাল করেন। বর্তমানে বাড়িতে তার ছেলে বিটু আহমেদ পরিবার নিয়ে বসবাস করেন। বিটু আহমেদ বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশনের ভাইস প্রেসিডেন্ট ও দৈনিক সোনালী খবরের ব্যুরো প্রধান।
জানা গেছে, নওয়াপাড়া জুট মিল এলাকায় তার ছোট ভাই এসএম হাসান শাহরিয়ারের সাথে কয়েকদিন আগে রুপসী ক্লাবে যাওয়া নিয়ে তর্ক বিতর্ক হয়। একই দিন রাত ৯.০০টায় ঐ ঘটনার জের ধরে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে গোলাম রানার পুত্র জিহাদ কামাল(৩২) এর নেতৃত্বে শেখ পাড়ার সুলতান শেখের পুত্র রণি(৩২), মশরহাটি গ্রামের ছালামের পুত্র নূর নবী(২৩), ভাঙ্গাগেট রেলবস্তির খালেক বিশ্বাসের পুত্র রমজান আলী(৩০), মশরহাটি গ্রামের মজিদ শেখের পুত্র হালিম(৪৫), একই গ্রামের মৃত হাশেম বিশ্বাসের পুত্র মতি(৪২) ও শফি(৪০), তোফায়েলের পুত্র ইমরান(২৭), আজিবর বিশ্বাসের পুত্র ইয়াসিন(২৫), হাইয়ের পুত্র জিসান(৩২) সহ অজ্ঞাত আরও ১০/১২ জন মিলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে, বাড়িতে থাকা দুইটি মটরসাইকেল ভাংচুর করে, বাড়ির সদরগেট, দরজা-জানালা রামদা দিয়ে কুপিয়ে নষ্ট করে চলে যাওয়ার সময় জীবননাশের হুমকী দেয়। এ ঘটনায় বিটু আহমেদ বাদী হয়ে ১২ ডিসেম্বর/২০ইং তারিখে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে বিটু আহমেদ বলেন, অভিযোগ দায়েরের পর এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন আইনগত ব্যবস্থা না নেওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সন্ত্রাসী হামলার বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই গৌতম বলেন, বিষয়টি এলাকা ভিত্তিকভাবে মিমাংশা হয়ে গেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।