রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশালঃ
“এসো হাতে হাত মিলাই, অসহায়দেও পাশে দাড়াই” এ শ্লোগান নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোকিত পরিবার ফাউন্ডেশন (এসএসসি ২০১৩ সালের ব্যাচের) উদ্যোগে অসহায় ও হতদরিদ্র শীতার্থদের মাঝে কম্বল ও সুধিজনদের সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
উপজেলার ধানডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সকালে ফাউন্ডেশনের সভাপতি এসএম রাসেদ আলমের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ছালাম সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক হাসান, চাঁদশী ঈশ^র চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান, ধানডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সালেহা আক্তার, কাজী মোকলেছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম জাকির হোসেন, ইউপি সদস্য শহিদুল ইসলাম সিকদার, যুবলীগ নেতা রমজান আলী। শেষে ১৫০ জন অসহায় ও হতদরিদ্রকে কম্বল ও বিশেষ অবদান রাখায় কাজী আসাদুজ্জামানসহ ১০ সুধিজনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
শুক্রবার , ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
গৌরনদীতে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ ও সুধিজনদের সম্মাননা স্বারক প্রদান
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০