রবিবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাটোর জেলার শ্রেষ্ঠ বাহাদুরপুর কমিউনিটি ক্লিনিক

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

সিংড়া প্রতিনিধিঃ

বাহাদুরপুর নাটোর জেলার শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক হিসেবে সেবার দিক দিয়ে স্বীকৃতি লাভ করেছে বাহাদুরপুর কমিউনিটি ক্লিনিক। সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম। এই গ্রামে রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক। অত্র ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি আফসানা খাতুন। এ পর্যন্ত ৩০ জন নারীকে প্রসবকালিন সেবা প্রদান করা হয়েছে।মা এবং শিশুকে উত্তম সেবা ও পরামর্শ দেয়া হয়। তার সুদক্ষ ব্যবস্থাপনা এবং কর্মতৎপরতা দ্রুত এ ক্লিনিক জেলার শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সম্প্রতি ডেঙ্গু মশার ভয়াবহতা সম্বন্ধে প্রতিরোধ এবং প্রতিকারে করনীয়তা প্রসঙ্গে সচেতনতা বৃদ্ধি, শিশুকে মাতৃদুগ্ধ দানে মায়ের করনীয় এবং ভায়া টেষ্ট সম্পর্কে আলোচনা করা হয়। জানা যায়, ২০১৭ সালে বাহাদুরপুর সিসি নাটোর জেলা ও সিংড়া উপজেলা শ্রেষ্ঠ সিসি হিসেবে পুরস্কৃত লাভ করে।

 

নরমাল ডেলিভারি সহ সকল রোগের প্রাথমিক চিকিৎসা শিশু ও নবজাতকের চিকিৎসা সেবা গর্ভকালীন প্রসব পরবর্তী সেবা সহ ২৭আইটেম ঔষধ বিনামুল্যে বিতরন করা হয়। তাছাড়া ক্লিনিক থেকে প্রতিদিন গড়ে ৪০-৪৫জন মানুষ বিনামুল্যে সেবা নিচ্ছে। এছাড়া ডায়বেটিস টেষ্ট করা হয়। আফসানা খাতুন বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে চেয়েছেন।মানুষের মৌলিক চাহিদা পূরনের জন্য সব সময় কাজ করে গেছেন বিশেষ করে স্বাস্থ্যসেবা নিয়ে তিনি নিরলস কাজ করেছেন।উনার মনের বাসনা গুলো ডায়রিতে লিখে রাখতেন।বঙ্গবন্ধুর ডায়রী থেকে পাওয়া যায় সাধারন মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন কথাগুলো।

 

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন। সাধারন মানুষের দোড়গোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পূরনের লক্ষে তিনি নির্মান করেন ১৩৫০০+ কমিউনিটি ক্লিনিক। আমি আমার জীবনের প্রথম চাকুরি হিসেবে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হিসেবে যোগদান করি।এই চাকুরি করতে এসে সাধারন মানুষের স্বাস্থ্যসেবায় প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করছি।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।